২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৪

আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ছাড়ল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইসরাইল। শুক্রবার এ সংক্রান্ত চিঠি ইউনেস্কোর কাছে হস্তান্তর করেছে তেলআবিব। সংস্থাটি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে এমন অভিযোগ তুলে অক্টোবরে ইউনেস্কো ছাড়ার ঘোষণা দেয় ইসরাইল।

এদিকে, ইসরাইলের এই সিদ্ধান্তে গভীর উব্দেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক অড্রি অজুলেই। আগামী বছরের ৩১ ডিসেম্বর থেকে এই প্রত্যাহার কার্যকর হবে বলেও জানান তিনি। চলতি বছর ইউনেস্কো ফিলিস্তিনের পুরনো শহর আল-খলিলকে (হেবরন) বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে অনুমোদন দেয়। এ ছাড়া ইসরাইলকে ‘দখলদার’ বলে অভিহিত করা একটি প্রস্তাবে সমর্থ দেয় সংস্থাটি।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউনেস্কোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। সেইসঙ্গে ইউনেস্কো থেকে তেলআবিবের বেরিয়ে যাওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। অবশ্য ইসরাইলের এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের মোড়ল যুক্তরাষ্ট্র একই অভিযোগে একই ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১:১৪ অপরাহ্ণ