রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
আমার আম্মা,দাদী,আব্বা,ভাইয়ের ছেলে সহ আমার পরিবার ও আতœীয় স্বজন দিয়ে ১৯ জনের মধ্যে ১০জন আইলায় মারা যায়। ২৫ মে ২০০৯ তারিখ আইলার পর সকালে আমার আম্মাকে খুঁজতে যেয়ে গাছের ডালে বেঁধে থাকা অবস্থায় পাই। কান্না জড়িত কন্ঠে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ এলাকা গাবুরার বাসিন্দা মহসীন আলী এসব কথা গুলো বলছিলেন রবিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে জলবায়ু পরিষদ,শ্যামনগর,সিএসআরএল ও প্রগতির আয়োজনে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী জলবায়ু মেলার জনসংলাপ অনুষ্ঠানে। তিনি আরও বলেন অনেকে আইলার সময় ভাসতে ভাসতে মারা যায়। চারদিকে শুধু পানি আর পানি মৃত মানুষ গুলোর কবর দেওয়ার স্থান এলাকায় না পেয়ে বংশীপুর শাহী মসজিদ সংলগ্ন কবর স্থানে কবর দেওয়া হয়। আমার স্ত্রী শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। এ ছাড়া তিনি আরও অনেক ঘটনার বিবরণ দিয়ে নিজের জন্য কর্মসংস্থানের দাবী করেন।
আইলায় ক্ষতিগ্রস্থ বিজলী রানী বলেন ২৫মে তার পুত্র সন্তান জন্ম নেয়।এ অবস্থায় তাকে আড়পাঙ্গাশিয়া সাইক্লোন সেন্টারে রাতে আমাকে যেতে হয়। আমার পুত্র সন্তানকে তার বাবা মৃত সঞ্জয় কুমার নিয়ে ব্যস্ত থাকে। আমি এক সময় নদীতে ভেসে গেলাম।ভাসমান এক জনের সহায়তায় আমি ও সে সাইক্লোন সেন্টারে আসি। এ রকম আরও ঘটনার বর্ণনার দেন বাঘের আক্রমনে মারাতœক আহত বাঘ পঙ্গু আতিয়ার রহমান।বক্তারা এলাকায় সাইক্লোন সেন্টার নির্মান ,বেড়ী বাঁধ উচু করা,খাল উন্মুক্ত,কর্মসংস্থানের দাবী সহ অন্যান্য দাবী উত্থাপন করেন।
তিনদিন ব্যাপী মেলা প্রাঙ্গনকে হারিয়ে যেতে বসেছে এমন পণ্য সম্ভারের ৩০টি স্টল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান স্থানীয় প্রযুক্তি ,স্থানীয় কামার ,কুমারের তৈরী পণ্য,খাদ্য সামগ্রী দিয়ে স্টল সাজিয়েছেন। এছাড়া মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে নাগোর দোলা,পুতুল নাচ,যাদু প্রদর্শনী,রচনা ,চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান,জলবায়ু সংক্রান্ত জারীগান ,গ্রামীন খেলাধুলা প্রমুখ।
রবিবার সকালে তিনদিন ব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী,সিএসআরএলের সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা, আইলায় ক্ষতিগ্রস্থ ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল মন্ডল, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড.জি এম শোকর আলী। জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএসআরএলের মনিটরিং অফিসার শোয়েব চেীধুরী,ক্লিন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান,জলবায়ু মেলা উদ্যাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ