শিল্প–সাহিত্য ডেস্ক:
২০১৭ সালের পাঁচ পুরস্কারের জন্য নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
এগুলো হলো- মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-১৪২৪।
পুরস্কারগুলো পাচ্ছেন যথাক্রমে ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক, কবি রুবী রহমান, অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, অধ্যাপক শফিউল আলম ও অধ্যাপক আলী আসগর।
একাডেমির সাধারণ পরিষদের ৪০তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পাঁচটি পুরস্কার প্রদান করা হবে। সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
এ ছাড়া ‘উদ্ভিদস্বভাব’ গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-১৪২৪ বঙ্গাব্দ পাচ্ছেন জায়েদ ফরিদ।