নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নির্ধারিত হারের অতিরিক্ত আদায় কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে স্থানায় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রসহ পাঁচজনকে জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যাররিস্টার মো. মুক্তাদির রহমান।
সিটি কর্পোরেশনের একশ চারজনের পক্ষে করা রিট আবেদনের ওপর শুনানি করা হয়। আইনজীবী জানান, হোল্ডিং টেক্স নিতে হলে নির্ধারিত হারে নিতে হবে, যা সিটি কর্পোরেশন রুল ১৯৮৬ সালের মিউনিসিপেল অনুযায়ী। এর পর যদি আরও বেশি হোল্ডিং টেক্স নিতে হয় তাহলে সংসদ থেকে আইন পাস করতে হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ