৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৬

রাজশাহীতে এক ট্রাক ওএমএস’র চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ওএমএস’র চালভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। রোববার দুপুর একটার দিকে মহানগরীর সপুরা এলাকা থেকে চালসহ ওই ট্রাকটি আটক করা হয়। জানা যায়, চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে মহানগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকসহ এর চালক ফিরোজকে আটক করে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, ট্রাকটিতে মোট ১৭৬ বস্তা চাল রয়েছে। প্রতিটি বস্তায় চাল রয়েছে ৩০ কেজি করে। সরকারি খাদ্যগুদাম থেকে চালের বস্তাগুলো বের করে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ