২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৯

যশোরে এনজিও কর্মকর্তাকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি:

যশোরে এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। যশোর নতুন উপশহরে সন্ত্রাসীরা গুলি করে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামের এই অফিসারকে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। নিহত ভিকু প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন। তিনি উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে। নিহতের ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকুকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
যশোরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ভিকু মুখের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। একই এলাকার বাসিন্দা ইউনুস আলী বলেন, খুনিরা ভিকুকে গুলি করা ছাড়াও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বলেন, ঘটনা শুনে তিনি হাসপাতালে যান। খুনিদের ধরতে এলাকায় ফোর্স পাঠানো হয়েছে। ভিকুকে ঠিক কী কারণে কারা হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে পুলিশ বা এলাকাবাসী জানাতে পারেনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ