১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল শনিবার রাত ১০ টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনস এর একটি বিমান যোগে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তার সঙ্গে স্ত্রী ফিরোজা মাহমুদ রয়েছেন। দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ বলেন, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এর আগেও চিকিৎসার জন্য লন্ডন যেতে চাইছিলেন। কিন্তু, সরকারি বাধার কারণে যেতে পারেন নি। এবার সুপ্রিমকোর্টের একটি অর্ডার থাকায় সরকার তাকে বাধা দিতে পারেনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ১০:০১ পূর্বাহ্ণ