২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৪

তারেকে রহমানের উত্থান হাসিনার অসহ্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতিতে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের উত্থান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ‘একটি ছেলে জাতীয়তাবাদের চেতনা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে, শেখ হাসিনা এটা সহ্য করতে পারছেন না। যার কারণে তাদের ক্ষোভের শিকার হয়েছেন তারেক রহমান।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

তারেক রহমানের বিরুদ্ধে যে অপরাধ সাজানো হয়েছে, তা কেউ প্রমাণ করতে পারেনি দাবি করে রিজভী বলেন, ‘তারেক রহমানকে কারাগারে রেখে মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। এরপরেও কেন তার বিরুদ্ধে আওয়ামী লীগের এত ক্ষোভ।’ তিনি বলেন, ‘আইনের পথে হেঁটে এক বিচারক তারেক রহমানের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু সেই বিচারপতি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।’

রিজভী বলেন, ‘তারেক রহমান শুধু মঈনুদ্দিন- ফখরুদ্দিনের মাধ্যমে নয়, শেখ হাসিনারও ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন।’

রিজভী বলেন, ‘বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্ট শেখ হাসিনার দখলে। কেউ যদি শেখ হাসিনার কথার বিপরীতে যায়, সে আর টিকতে পারবে না তার অবস্থানে।’ তিনি বলেন, ‘আদালতকে কি সরকার নির্দেশ দিয়ে সাইলেন্ট কিলারের ভূমিকায় নামাচ্ছে, যে তোমরা বিরোধী দলকে নিচ্ছিন্ন করার জন্য কাজ করো। বিচারের প্রক্রিয়া যদি এই ধারায় চলতে থাকে, আদালতে যদি ন্যায়বিচার না হয়, আদালত যদি শেখ হাসিনার কথায় চলতে থাকে তাহলে ওই বিচারকদের জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দূরে বসেও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনা অনেক আগে থেকে প্রতিনিয়ত তারেকের বিরুদ্ধে সমালোচনা করছেন। এতো নেতা থাকতে কেন তারেকের বিরুদ্ধে সমালোচনা এখন তা বুঝতে পারছি।’

বিজেপির চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কামরুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, গীতিকার মনিরুজ্জামান মনির প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ