১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে শুক্রবার একটি বাস ও কারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাত ব্যক্তি নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা সিনহুয়াকে একথা জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটে গুজরাটের ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গান্ধীনগরের মেহসানা-উঞ্জা মহাসড়কে। এতে সাতজন নিহত হয়েছেন।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মেহসানা বেসামরিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ