২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ফের খুন হল এক ভারতীয় ছাত্র। ২১ বছর বয়সী ওই ছাত্রকে ক্যালিফোর্নিয়ার এক গ্রোসারি স্টোরে ঢুকে গুলি করে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ধরমপ্রীত সিং জেসর নামে ওই ছাত্রের। এদিকে ছাত্র খুনের ঘটনার তদন্তে নেমে এক ভারতীয় বংশোদ্ভুদকে গ্রেফতার করেছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।

কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের বাসিন্দা ধরমপ্রীত স্টুডেন্ট ভিসা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যায়। গত তিন বছর ধরে সেখানেই ছিল সে। অ্যাকাউন্ট নিয়ে পড়াশুনার পাশাপাশি স্থানীয় এক গ্রোসারি স্টোরে কাজ করত ধরমপ্রীত। সেই স্টোরের পাশেই রয়েছে গ্যাস স্টেশন। জানা যায়, গত মঙ্গলবার রাতে স্টোরে লুঠপাট চালায় চার দুস্কৃতি। প্রাণে বাঁচতে তখন ক্যাশ কাউন্টারে পিছনে লুকিয়ে পড়ে সে। এদিকে ক্যাস বাক্স থেকে টাকা হাতিয়ে পালানোর সময় ধরমপ্রীতকে লুকিয়ে থাকতে দেখে এক দুস্কৃতি। তখনই গুলি করে তাকে খুন করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অরমিতরাজ সিং নামে এক ভারতীয় বংশোদ্ভুদকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির শিকার ধরমপ্রীত। সে শুধু তার কাজ করছিল। লুঠপাট করার সময় তাকে খুন করা হয়। এদিকে ধৃতের বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ