২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৯

পাটের বিকল্প সোনালি আঁশ উদ্ভাবন করলেন রাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক:
বাংলার সোনালী আঁশ পাটের বিকল্প আবিষ্কার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উদ্ভাবিত এই আঁশ পাটের মতোই উজ্জ্বল। উদ্ভাবিত এই আঁশ খুবই আরামদায়ক এবং শক্ত। এই আঁশ দিয়ে তৈরি পোশাক অনেক উজ্জ্বল হবে। এ আঁশ বাণিজ্যিক ভাবে উৎপাদন করলে বাংলাদেশের পোশাক সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাবির এই বিজ্ঞানী।
 বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন বিজ্ঞানি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, তিন বছর গবেষণা করে একটি গাছ থেকে তিনি ফাইবার আবিষ্কার করেছেন। এটি পাটের বিকল্প হিসেবে সরাসরি ব্যবহার করা যাবে। পাট দিয়ে যে কাজ হয়, তার সব কাজ এই আঁশ দিয়ে হবে। এই উদ্ভিদ দেশের বেশিরভাগ ঝোপ-জঙ্গলে পাওয়া যায়। তবে তিনি উদ্ভিদের নাম উল্লেখ করেননি।

ড. আনোয়ারুল ইসলাম তার গবেষণার প্রাথমিক পর্যায়ে আছেন। তিনি ইতিমধ্যে ফাইবারটি হাতে পেয়েছেন। তবে এটিকে ব্যবহারযোগ্য করার জন্য একাডেমিক গবেষণার প্রয়োজন আছে এবং গবেষণার জন্য তহবিলের প্রয়োজন। এটি প্রক্রিয়াজাতকরণের খরচ পাটের থেকে কিছুটা বেশি হবে। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন হলে ব্যাপকভাবে বস্ত্র ও তৈরীপোশাক শিল্পে ব্যবহার করা যাবে।

এই বিজ্ঞানি বলেন, তার গবেষণা দ্বিতীয় স্তরে সম্পন্ন করার জন্য ভালো স্পনসরশিপ প্রয়োজন। যদি এই ফাইবারের উপর তিনি একাডেমিক গবেষণা করতে পারেন, তবে এটি দেশের পোশাক শিল্পে ভিন্নমাত্রা যোগ করবে এবং স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।তিনি ফাইবারের নাম দিয়েছেন ‘আর. কে. ফাইবার’।

গবেষণার পাশাপাশি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ফার্মেসি কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল জার্নালের চিফ অব ইকোনমিক ডিরেক্টর। একই সঙ্গে তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারবিরোধী গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ