২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৭

খালেদার জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে যাওয়ার সময় ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে ফেনী মডেল থানায় মামলাটি করেন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাশেদ খান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী ও ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় সাংবাদিকদের বহনকারী ১১টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হয় বেশ কয়েকজন সাংবাদিক।

হামলার এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে আসছে বিএনপি। তবে ক্ষমতাসীন দলের দাবি, আলোড়ন তৈরির জন্য বিএনপি নিজেরাই ঘটনা ঘটিয়েছে।

খালেদা জিয়া বা বিএনপির কোনো নেতাকে বহনকারী গাড়ির বদলে হামলা হবে সাংবাদিকদের গাড়িতে-এই ছিল দুই জনের কথোপকথনের প্রধান উপজীব্য। আবার নির্দেশদাতার কথার পর ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলা জনৈক মোবারক জানান, তার কথা মতো এই ঘটনায় ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতা-কর্মীকেও ভাড়ায় আনা হয়েছে। আর হামলার পর তাদের ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে।হাছান মাহমুদ এবং হানিফ দুইজনই দাবি করেছেন, ওই নির্দেশদাতা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন। যদিও শাহাদাৎ এমন নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে বলেছেন, তার কণ্ঠ নকল করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এই কথোপকথনকে ভুয়া দাবি করেছেন।

এদিকে খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আজ বুধবার শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা আওয়ামী লীগ। দলটির দায়িত্বশীল সূত্র জানায়, ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বক্তব্য দেবেন।

 

 

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ