১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলায় প্রবাসী বিএনপির নিন্দা

দৈনিক দেশজনতা ডেস্ক:

কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পেট্টলবোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বিএনপি নেতারা।
এক বিবৃতিতে তারা বলেন, অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের কাজ ছিল একটি মানবিক কর্মসূচি। বেগম খালেদা জিয়ার এ কার্যক্রম দেশ বিদেশে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। কিন্তু অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা ও তার উগ্রবাদী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তা সহ্য হয়নি। তাদের লেলিয়ে দেওয়া গুণ্ডাবাহিনী প্রথমে বেগম খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এবার ফেরার পথেও তারা ফেনীর মহীপালে বোমা হামলা করেছে। এটা মানবিকতা এবং মানবতার ওপর নির্লজ্জ আক্রমণ। এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ধিক্কার ও নিন্দা জানান তারা। এবং অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন।
প্রবাসী নেতারা বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই এই বোমা হামলা চালানো হয়েছে। বেগম জিয়ার জনপ্রিয়তা ও তার প্রতি মানুষের ভালোবাসা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত ও শঙ্কিত হয়ে পড়েছে। দিশেহারা হয়েই তারা এ হামলা চালিয়েছে।
নেতারা ফেনীর নিজাম হাজারীকে সন্ত্রাসের গডফাদার হিসেবে অভিহিত করে দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানান।
বিবৃতি দাতারা হলেন, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী, সৌদী আরব বিএনপির সভাপতি আহেমদ মুকিব, সৌদী আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, সহ-সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা মোহাম্মদ বশির, কানাডা বিএনপি নেতা ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজু, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জুলফিকার মো. আশরাফ, গ্রীস বিএনপির সভাপতি জিএম মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ঠাকুর, নেদারল্যান্ডস বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইতালী বিএনপির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, জার্মানী বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গণি সরকার, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, নিউজিল্যান্ড বিএনপি নেতা মেহেদী হাসান খান চৌধুরী, সংযুক্ত আরব আমীরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দু সালাম তালুকদার, ওমান বিএনপির সভাপতি অধ্যাপক ওসমান গণি, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইন্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, স্পেন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, সুইজারল্যান্ড বিএনপি নেতা শামীম বিশ্বাস, মইনুল হক খান অপু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, কাজী আজম, গোলাম মারুফ শাহীন, পারভেজ সাজ্জাদ, জসিম উদ্দিন ভুঁইয়া, আবু সাঈদ আহমদ, মতিউর রহমান (লিটু), এবাদ চৌধুরী, এম এ বাতিন, আয়ারল্যান্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, কবির আহমেদ, হামিদুল নাসির, জাপান বিএনপি নেতা শিকদার সাগর এবং অস্ট্রেলিয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ