২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৬

ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স, বোলিংয়ে হাসান আলি

স্পোর্টস ডেস্ক:
ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ফরম্যাটে খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি।
 র‌্যাংকিংয়ে তিন নম্বর থেকে শীর্ষে উঠে গেছেন তিনি। হটিয়েছেন ভারতের বিরাট কোহলিকে। ৮৭৯ রেটিং নিয়ে সবার উপরে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডি ভিলিয়ার্সের চাইতে মাত্র ২ রেটিং কম তার। ৮৬৫ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।
 বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন হাসান আলি।পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক সেনসেশন হাসান পেয়েছেন তার দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার। এই বছর এখনও পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সবশেষ ম্যাচে ৫ উইকেট নেওয়ার পথে গড়েছেন পাকিস্তানের হয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সে হাসান এগিয়েছেন ৬ ধাপ। দুইয়ে নেমে গেছেন ইমরান তাহির, তিনে জশ হেইজেলউড, চারে কাগিসো রাবাদা আর পাঁচে নেমেছেন মিচেল স্টার্ক।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ