২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৪

ফাঁস হওয়া প্রশ্নে ঢাবির ভর্তি পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক:
ফাঁস হওয়া প্রশ্নপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ভর্তি পরীক্ষা শুরুর ৮ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয় বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বলছে, ‘এ বিষয়ে তাদের কাছে এখনো তথ্য প্রমাণ আসেনি।’শুক্রবার সকাল ১০-১১টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কয়েক জনের ই-মেইলে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের ২৪টি প্রশ্ন পাঠানো হয়। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কয়েক জনের মোবাইলে ওইসব প্রশ্নের উত্তরের কপি খুদেবার্তা হিসেবে পাঠানো হয় বলে জানা যায়। যা পরীক্ষা শেষে গতকালের ওই প্রশ্নগুলোর সঙ্গে আজকের প্রশ্নপত্রের অবিকল মিল পাওয়া যায়।
প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। ডিজিটাল জালিয়াতি করায় মাস্টারমাইন্ড সহ ১৫জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি
প্রশ্ন ফাঁসের বিষয়ে পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাদেকা হালিম বলেন , আমি প্রশ্নপত্র দেখিও নাই, জানিও না। প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর আমার কাছে নেই। তথ্য প্রমাণ পেলে কি ব্যবস্থা নেওয়া হবে এর জবাবে তিনি বলেন, ‘সেটা তদন্ত করে দেখতে হবে।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ