২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

ঢাবিতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) বিভিন্ন চত্বরে। কোথাও কোথাও পানি হাঁটু থেকে কোমর ছুঁয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাবির ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলা ভাস্কর্যের সমুখের রাস্তা,মাস্টারদা সূর্যসেন হলের প্রবেশপথ, শারীরিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন দোয়েল চত্বরগামী সড়ক, জসীম উদ্দিন হলের মাঠ, সমাজ বিজ্ঞান ভবনের সম্মুখ ভাগ, হাকিম চত্তর, মল চত্বর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে রাস্তা পারাপারে ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছেন শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী কেনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন হতে থাকলে শিক্ষার্থীদের শরীরে পানি বাহিত রোগ জীবাণু দেখা দিতে পারে। কর্তৃপক্ষের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ প্লাবিত চত্বরগুলোর নতুন করে সংস্কার করা হয়নি। কর্তৃপক্ষ জলাবদ্ধতা রোধে তেমন কোন কার্যকর পদক্ষেপও নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী বলেন, জলাবদ্ধাতার এ সমস্যা সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত এটি সমাধান করা সম্ভব হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ণ