নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারও মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২৩ কোটি ১৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩ পয়েন্টে। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার।
দৈনিক দেশজনতা /এনএইচ