২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

শুক্রবার ডিমের হালি ১২ টাকা

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্য  মূল্যের লাগামহীন  ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল(বিপিআইসিসি)। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এই সংস্থাগুলো আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১ টাকা পর্যন্ত প্রতিটি ডিম ৩ টাকা বা ১ হালি ডিম ১২ টাকা দামে বিক্রির উদ্যোগ নিয়েছে। জানা গেছে, বিশ্ব ডিম দিবস অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর শুক্রবার। ডিম দিবস উপলক্ষ্যে বিশেষ এই মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর ও বিপিআইসিসি।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে ৩ ঘন্টার জন্য প্রতি হালি ডিম মাত্র ১২ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। একজন ক্রেতা সবোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। এবার বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশ একযোগে বিশ্ব ডিম দিবস পালন করবে। এই উপলক্ষে শুক্রবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশন থেকে শোভাযাত্রাবের করা হবে। পরে থ্রি-ডি হলে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে বাজারভেদে ফার্মের মুরগির প্রতি হালি ডিম ২৭-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিপিআইসিসির গণমাধ্যম উপদেষ্টা সাজ্জাদ হোসেন জানান, বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে প্রত্যেক ক্রেতা স্বল্প মূল্যে সর্বোচ্চ ৯০টি পর্যন্ত ডিম কিনতে পারবেন। এদিন কমপক্ষে ৫০ হাজার ডিম বিক্রি করা হবে। ক্রেতা চাহিদার উপর ভিত্তিকরে ডিমের পরিমাণ আরো বাড়তে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ