২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

প্রধানমন্ত্রী সামিরক শাসন পছন্দ করেন: দুদু

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক শাসন পছন্দ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইয়ূথ ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া বক্তব্যে ৭৫ এর ১৫ আগস্ট সম্পর্কে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সত্যকে গোপন করেছেন। এরশাদের সামরিক শাসনসহ সকল শাসনকে তিনি সমর্থন করেছেন। শেখ হাসিনা সামরিক শাসনকে পছন্দ করেন। গণতান্ত্রিক শাসন তিনি খুব একটা পছন্দ করেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সরে যান, পদত্যাগ করেন অথবা ছুটিতে যান তাহলে দেশে একটি ভাল নির্বাচন করা সম্ভব। প্রধানমন্ত্রী বলেছেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন এখন ১০ টাকায় একটি খালি বস্তা পাওয়া হয়। চাল পাওয়া যায় না। প্রধানমন্ত্রী যা বলেন তা করেন না, আর যা বলেন না তা করেন।
তিনি আরো বলেন, দেশে দুর্ভিক্ষ হয়েছিল আওয়ামী লীগের আমলে সেটা হচ্ছে ৭২ থেকে ৭৫ সালে। তখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ