২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৯

ভারতের কাছে হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া : শেবাগ

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল শ্রীলঙ্কার মত এই সিরিজ অন্তত ৫-০-তে জিততে পারবেন না কোহলিরা ৷ কিন্তু সিরিজে দু’টো ম্যাচ হয়ে যাওয়ার পর স্মিথদের পারফরম্যান্স দেখে কিন্তু সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে ৷ বীরেন্দ্র শেবাগের মতে, সাফ ভারত সিরিজ ৫-০ তে জয় লাভ করবে৷

চলতি ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব ৷ কুলদীপ আবার ইডেনে গত ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন ৷ এই দুই তরুণ স্পিনার দলে অশ্বিন এবং জাদেজার না থাকার কথা ভুলিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেন শেবাগ৷

টুইটারে তিনি লেখেন, ‘‘এটা সত্যি দারুণ ব্যাপার যে, আমাদের দু’জন অভিজ্ঞ পেসার নেই তবু তাদের অভাব একেবারেই অনুভূত হচ্ছে না। তার কারণ দুই তরুণ এবং নতুন স্পিনার দারুণ বল করে দিচ্ছে।

কোহলিদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অস্ট্রেলিয়া দল নিয়ে খুশি নন বীরু ৷ তার মতে এই অস্ট্রেলিয়া দলে গভীরতা কম ৷ তাই ভারত যে এই সিরিজে ক্যাঙারুদের হোয়াইটওয়াশ করবে, সে ব্যাপারে নিশ্চিত তিনি ৷ ভারতের শুধুমাত্র মিডল অর্ডার নিয়ে একটু চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন ৷

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ