স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা আরেকবার পড়লো। খালিদ লতিফ ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত হয়েছিলেন। এমন কি সেই অভিযোগের পর তাকে পিএসএল থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল। ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন। পরে দীর্ঘ তদন্ত চলছিল। অবশেষ বুধবার পাকিস্তান ক্রিকেটের অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল লতিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে এক মিলিয়ন রুপি জরিমানাও করা হয়েছে।
ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার খেলায় ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত হন লতিফ। মোট ছয়টি ধারায় লতিফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়ছিল। এর আগে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হয়েছে শারজিল খান, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইফরানের। শারজিল খান গত মাসেই আড়াই বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, শারজিল এবং লতিফ বুকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং একটি চুক্তি করেছিলেন। অবশ্য সেই ম্যাচটি খেলা হয়নি লতিফের।
খালিদ লতিফ পাকিস্তানের হয়ে ৫টি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টি খেলেছেন। লতিফের ৫ ওয়ানডেতে ২৯.৪০ গড়ে ১৪৭ রান, ফিফটি ১টি। ১৩টি টি-টুয়েন্টিতে ২১.৫৪ গড়ে করেছেন ২৩৭ রান । লতিফের ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। টি-টুয়েন্টিতে অভিষেক একই বছর একই প্রতিপক্ষের বিপক্ষে। তবে ওয়ানডে ক্যারিয়ারটা লতিফের দীর্ঘ হয়নি। তার ২০১০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডেই শেষ ওয়ানডে হয়ে আছে। দেশের জার্সীতে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টুয়েন্টিটি খেলেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি