২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৯

মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনতে হবে: রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গা ইস্যুটি শুধু বাংলাদেশের সঙ্কট নয়, এটি বিশ্ববাসীর সঙ্কট।

সোমবার রুশনারা আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

রুশনারা আলী বলেন, ব্রিটিশ সরকারের ১৮০ জন এমপি এ বিষয়ে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য মতামত দিয়েছেন। মিয়ানমারে সেনা ও নির্বাচিত সরকার মুসলিম রোহিঙ্গাদের ওপর যে অন্যায় নির্যাতন চালাচ্ছে তার জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এ জন্য বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়ংকর অভিযান চালাচ্ছে। সেখানে গণহত্যা চলছে। নির্যাতনের তীব্রতায় টিকতে না পেরে বানের স্রোতের মতো রোহিঙ্গারা এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়েছে।
মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ এসব রোহিঙ্গাকে আশ্রয় দিলেও মিয়ানমারকে চাপ অব্যাহত রেখেছে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে এ বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে রুশনারা বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন, মাতৃ-শিশুর মৃত্যুহার হ্রাস করতে সক্ষম হয়েছে।’

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৭:২৪ অপরাহ্ণ