১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা সোমবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে।
সোমবার সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের (বিএস-৩০৮) সিটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ টিম) মো. সাইদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্স (বিএস-৩০৮) নম্বরের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সিটের ভেতর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করে।  সোনার বারগুলো বিমানের সিটের পেছনে আঠা লাগানো কালো ব্যাগে ভর্তি ছিল।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ