২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

রোহিঙ্গাদের জন্য রাজপথে অভিনয়শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক:

আবারও রাজপথে নেমে প্রতিবাদ জানালেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার ও এর সঙ্গে জড়িত সকল অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকরা। তবে এবার নিজেদের কোনো দাবি দাওয়ার জন্য নয়। তাঁরা রাজপথে নেমেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে।

পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন।

অভিনয়শিল্পীদের মধ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, হেলাল খান ও আমজাদ হোসেনসহ আরও অনেকে।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। অভিনয়শিল্পীরা তাদের বক্তৃতায় রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর অমানবিক জীবনের চিত্রও তুলে ধরেন।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবার ও অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। মানবতার কল্যাণেই আমাদের আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১:০১ অপরাহ্ণ