বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের কালাবগী খাল এলাকায় মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সাথে ডাকাতদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে নজরুল ইসলাম (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি খুলনা জেলার কয়রা থানার মো. ইবাদুল সরদারের ছেলে। কোস্ট গার্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্ট গার্ড খুলনার দাকোপ থানার সুন্দরবনের কালাবগী খাল এলাকায় অভিযানে যায়। এ সময় ভাই ভাই বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি করে। কোস্ট গার্ডও তাদের দিকে পাল্টা চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২টি কাঠের নৌকা ও এক ডাকাতকে আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, নজরুল ইসলামের কাছ থেকে ১টি কুড়াল ও ২টি দা জব্দ করা হয়েছে। তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি