২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৫

রোহিঙ্গা ইস্যুতে এক দেশে দুই নীতি কখনো সম্ভব নয়: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে ত্রাণ বিতরণ করতে পেরেছে সেখানে বিএনপি কেন নয়। এক দেশে দুই নীতি কখনো সম্ভব নয়। তিনি বলেন, ‘ত্রাণ বিতরণের নামে আওয়ামী লীগের নেতারা যেভাবে নিজেদের স্বার্থ হাসিল করেছে সেটা মেনে নেয়া যায় না।’

বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নজরুল ইসলাম খান। এর আগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলকে পুলিশের বাঁধা দেয়।

তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কাছে অনুমতির জন্য গেলে তিনি আশ্বস্ত করেন কূটনীতিকরা যাওয়ার পরে বিএনপির প্রতিনিধিদল কক্সবাজার কুতুপালং এ ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যেতে পারবে। কিন্তু বুধবার সকাল পেরিয়ে দুপুর গড়ালোও আমাদের যেতে দেয়নি প্রশাসন।’
আওয়ামী লীগ নেতারা যদি ত্রাণ দিতে পারে তাহলে বিএনপির নেতারা কেন দিতে পারবে না বলে প্রশ্ন ছুড়ে দেন বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা লুৎফর রহমান কাজলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বুধবার সকাল থেকে বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে রাখে পুলিশ। প্রশাসনের অনুমতি না নিয়ে কাউকেই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যেতে দেয়া হবে না বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আবু বক্কর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ