১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

রাজধানীতে হাসপাতালে কর্মচারীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী মুগদার একটি বেসরকারি হাসপাতাল থেকে ডিলন রোজারিও (২১) নামের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলের দিকে মুগদার সুরাইয়া হাসপাতালের ২য় তলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
জানা গেছে, সবুজবাগ দক্ষিণ বাসাবো এলাকায় থাকতেন ডিলন। গত ৩ মাস যাবত সুরাইয়া হাসপাতালে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করছিলেন তিনি। ডিলন বাগেরহাট জেলার মংলা উপজেলার কালাইনগর গ্রামের লরেঞ্জ রোজারিওর ছেলে।
গতকাল ১৩ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালের ২য় তলার ড্রেসিং রুমে ডিলনের গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হাসপাতালের লোকজন। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, তাঁদের ধারনা, ডিলন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পূর্ণ প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মত তাঁর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ