২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪২

জিকা ভাইরাস সারিয়ে তুলবে ব্রেন টিউমার!

স্বাস্থ্য ডেস্ক:

জিকা ভাইরাসই নাকি এবার সারিয়ে তুলবে ক্রনিক ব্রেন টিউমার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনির্ভাসিটি স্কুল অফ মেডিসিন ইতিমধ্যেই এই বিষয়ে তাদের গবেষণার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। যদি সব ঠিক থাকে, তাহলে অল্প দিনের মধ্যেই ব্রেন টিউমার নামক এই দুরারোগ্য ব্যধির চিকিৎসার উপায় সহজ হয়ে যাবে বলে দাবি চিকিৎসকদের।

ওয়াশিংটন ইউনির্ভাসিটি স্কুল অফ মেডিসিনের গবেষক মিলন চেড্ডার দাবি, জিকা ভাইরাস নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সম্প্রতি ব্রেন টিউমার আক্রান্ত ৩৩টি ইঁদুরের মধ্যে সেই ভাইরাস ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। দেখা গেছে এর ফলে ক্রমেই ছোট হতে শুরু করেছে টিউমারের আকার। সুস্থ হয়ে উঠছে ইঁদুরগুলো। এরপরই জিকা ভাইরাসের এমন কার্যক্ষমতা নিয়ে শুরু হয় আরও নিবিড় গবেষণা।

দেখা গেছে, কোনও মহিলা যদি গর্ভবতী অবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হন, বেশিরভাগ ক্ষেত্রে তাঁর গর্ভে থাকা ভ্রূণের মাথার আকারে পরিবর্তন ঘটে। বদলে যায় সেই মাথার আকার। এই ছবি বার বার সামনে উঠে আসার পরই ওয়াশিংটন ইউনির্ভাসিটি স্কুল অফ মেডিসিনের পক্ষ থেকে শুরু হয় গবেষণা।

ব্রেন টিউমার দীর্ঘদিন ধরে বড় হতে হতে তা ক্যান্সারে পরিণত হয়। চিকিৎসার জন্য প্রথমে অপারেশন ও তারপর রেডিয়েশন ও কেমোথেরাপি প্রয়োগ করা হয়। তারপরও অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে ক্রনিক ব্রেন টিউমারে আক্রান্ত কয়েকজন রোগীর শরীরে মেলে জিকা ভাইরাস। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা গেছে, জিকার ভাইরাসের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে কমতে শুরু করেছে ব্রেন টিউমারের প্রভাব। ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে সেই টিউমার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ