২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৬

সৌদি বাদশাহকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশাহ সালমানকে টেলিফোন করেছেন। বুধবার টেলিফোনে সৌদি বাদশাহ সালমানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্সের। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয় আগামী বছরের প্রথম দিকেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বাদশাহ সালমান।

ফোনালাপে ট্রাম্প ও সালমান ‘দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে’ আলোচনা করেন। এছাড়া ‘মধ্যপ্রাচ্যের সমৃদ্ধি ও নিরাপত্তা বাড়াতে’ দুপক্ষ কাজ করে যাবে বলে বিবৃতিতে বলা হয়। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উষ্ণ সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ হলো মার্কিন প্রেসিডেন্ট তার বিদেশ সফর শুরু করেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সফরের মাধ্যমে। ট্রাম্পের সৌদি সফরে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র ও বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

এবার সৌদি বাদশাহকে ট্রাম্পের ফোনে আমন্ত্রণ দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্কের সাক্ষ্য দিচ্ছে। চলমান কাতার সংকট, সিরিয়ায় গৃহযুদ্ধ ও ইয়েমেন সংকটসহ সামরিক ও বাণিজ্যিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ