২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

কিশোরগঞ্জ স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:  

 আদালত কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এ রায় ঘোষণা করেন। আসামির নাম রমজান আলী (২৮)। এ মামলায় অন্য দুই আসামি রমজানের উকিল শ্বশুর জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, রমজান আলী ভৈরবের শম্ভুপুরের হোসেন আলীর মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন। ৬ মাস পর ২০১৩ সালের ২৫ অক্টোবর রমজান আলী পারভীনকে নিয়ে উকিল শ্বশুর জয়নালের মধ্যেরচরের বাড়িতে বেড়াতে যান। তিনদিন পর ২৮ অক্টোবর রাত ৮টার দিকে স্বামী জয়নাল পারভীনকে পার্শ্ববর্তী নির্জন ফসলি মাঠে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর পাশের ডোবায় কচুরিপানার নিচে গুম করে রাখেন লাশ। রাত ১০ টার দিকে পারভীনের বাবা হোসেন আলী ঘটনা জানতে পেরে স্বজনদের নিয়ে পারভীনের লাশ সনাক্ত করেন। এরপর ভৈরব থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পারভীনের বাবা হোসেন আলী বাদী হয়ে জামাতা রমজান আলী, উকিল শ্বশুর জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মফিজুল ইসলাম ২০১৪ সালের ১৫ মে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আর মঙ্গলবার আদালত রমজানের উপস্থিতিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৫০ অপরাহ্ণ