২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

সাম্প্রদায়িকতা রুখতে নজরুল চর্চার বিকল্প নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা রুখতে নজরুল চর্চার বিকল্প নেই। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে।আজ রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই একই চেতনা নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নির্মূল করতে নজরুলের সাহিত্য চর্চার কোনো বিকল্প নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল ভক্ত, শুভানুধ্যায়ী ও দেশের বিবেকবান মানুষদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

পরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ