২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

হজযাত্রীর হজ্ব অনিশ্চয়তা কাটানোর জন্য চারটি অতিরিক্ত ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক :

প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়ার অনিশ্চয়তা কাটানোর লক্ষ্যে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান।

এর মধ্যে চারটি বিশেষ হজ ফ্লাইট আজ রোববার সকাল থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত সৌদির উদ্দেশে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে।

আশা করা হচ্ছে, বিমান বিশেষ হজ ফ্লাইটগুলো পরিচালনার অনুমতি পাওয়ায় প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে। এখন পর্যন্ত হজ পৌঁছাতে বাকি রয়েছেন মোট ছয় হাজার ৪৭১ জন যাত্রী। এজেন্সিগুলো সময়মতো পাসপোর্ট জমা না দেওয়ায় ৯৫১ জন হজযাত্রী আগেই বাদ পড়েছেন।

এ ছাড়া হজ অফিস জানিয়েছে, সৌদি এয়ারলাইনসের ১৩টিসহ আজ মোট ১৮টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি পাওয়া অতিরিক্ত আটটি ফ্লাইটের মধ্যে বিজি-১৫১১ ফ্লাইটটি শনিবার দিনগত রাত ১টা ৪৪ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে ভোর ৪টা ৫৮ মিনিটে জেদ্দায় পৌঁছেছে। আজ রোববার থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত হজ যাত্রীদের নিয়ে বিমানের আরো তিনটি অতিরিক্ত ও একটি নিয়মিত ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এদিকে রোববার ভোর ৪টা ২৫ মিনিট হতে বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ২৩৯ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইনসের তিনটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। চলতি বছর ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের হজে যাওয়ার কথা। এর মধ্যে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪২৭ জন হজযাত্রী সৌদি আরব গিয়ে পৌঁছেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৪:২৮ অপরাহ্ণ