১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

হাবিপ্রবি ছাত্ররা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিবেদক:

“পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা” পরিবারের হাবিপ্রবি ইউনিট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছে। শনিবার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুর জেলার বিরল উপজেলায় বানভাসী মানুষদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। সাকিফ মুর্শেদ ও মাহফুজ হক এর নেতৃত্বে এ ত্রান বিতরন করা হয়।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে “পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা” ফেসবুক পেজ থেকে বর্নাত্যদের পাশে দাড়ানোর ঘোষনা দেওয়া হয়। এ জন্য ফান্ড সংগ্রহ করে তারা। তাদের ফান্ডে ৭২ হাজার টাকা জমা পড়ে। তারা বন্যার্তদের মাঝপ চিড়া, গুড়, ব্রেড, বিস্কুট, স্যালাইন, ঔষধ ও সুপেয় পানি ক্রয় করে ১০২৫ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ জন সাধারণ শিক্ষার্থী এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ