২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৬

১১ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে যাত্রীবাহী ট্রেন সাগরদাড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ পাওয়ার বগি নিয়ে লাইনচ্যুত হওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রাজধানী ও উত্তর-বঙ্গের রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ডাউন লাইনের মাধ্যমে একটি লাইন দিয়ে ট্রেন যোগাযোগ শুরু হয়। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হয়ে যাবে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেসটি পোড়াদাহ স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনসহ পেছনের পাওয়ার বগি লাইনচ্যুত হয়।

পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাত ৮টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ী একপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে আসলে হঠাৎ ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তর-বঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে বগিটি পুনঃস্থাপন করে। এরপর ডাউন লাইনের মাধ্যমে ট্রেন চলাচল আংশিক চালু হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ