২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৭

রাখাইনে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মিয়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর হাতে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠী হত্যা, ধর্ষণ কিংবা নির্যাতনের শিকার হয়নি। দেশটির সরকার কর্তৃক গঠিত বিশেষ কমিশন রোববার এই দাবি করেছে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গা নির্যাতনের প্রমাণসহ দাবি জানালেও তার কোনো নজির দেখতে পায়নি সরকার গঠিত তদন্ত কমিশন।

মিয়ানমারের সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এক প্রতিবেদনে সোমবার জানায়, গত বছরের অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সীমান্ত পুলিশের উপর হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হন। এরপর জঙ্গি দমনের নামে পুরো রোহিঙ্গা জাতিগোষ্ঠীকেই বিনাশের কার্যক্রম শুরু করে কথিত গণতন্ত্রী-পন্থী নেত্রী অং সান সুচি’র সরকার।

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর হত্যা, অত্যাচার, ধর্ষণের মতো ঘটনায় বিশ্বের নানা মহল নিন্দা জানালেও তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় মিয়ানমার। উল্টো রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিক নয় বলে সাফ জানিয়ে দেন অং সান সুচি।

এমন অবস্থায় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা। পার্শ্ববর্তী ভারত ও চীনেও প্রচুর রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেয়। তাদের কাছ থেকে জানা যায় সেখানকার ভয়াবহতার কথা।

ঘটনা তদন্তে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা রাখাইনে প্রবেশের ইচ্ছা প্রকাশ করলেও তাতে স্পষ্টই নেতিবাচক মনোভাব পোষণ করে মিয়ানমার সরকার। সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরও লুকিয়ে ধারণ করা বিভিন্ন ভিডিও গণমাধ্যমে প্রকাশ পেলে বিশ্ব জানতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুমের কথা।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার জাতিসংঘের প্রতিনিধিকে সেই অঞ্চলে প্রবেশের অনুমতি দিলেও তা ছিল লোক দেখানো। বরং রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-ধর্ষণ-নির্যাতন সত্ত্বেও মানবাধিকার ইস্যুতে নীরবতা পালনের অভিযোগ ওঠায় মিয়ানমারে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসিলিয়ানকে তার পদ থেকে সরিয়ে দেয় জাতিসংঘ।

এখন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুই দাবি করেছেন, তাদের তদন্ত দল রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণই পায়নি। তিনি গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রকাশিত রিপোর্টেরও সমালোচনা করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ