২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৯

বগুড়ায় মহিলা দলের মিছিলের ব্যানার কেড়ে নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় শ্রমিকলীগ নেতা তুফান সরকার কর্তৃক দেশ কাঁপানো ধর্ষন ও মা-মেয়ের মাথা ন্যাড়া করার ঘটনার প্রতিবাদে মহিলা দলের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ জোর করে ব্যানার কেড়ে নেয় এবং কর্মসূচি পন্ড করে দেয়। এঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শ্রমিকলীগ নেতা তুফান সরকার কর্তৃক কিশোরী ধর্ষণ এবং ধর্ষণের পর ধর্ষকের স্ত্রী, শাশুড়ি ও বড় শ্যালিকার নেতৃত্বে ধর্ষিতা ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার ঘটনায় প্রতিদিনই বগুড়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ সভা, মানববন্ধন করছে।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার বেলা আনুমানিক ১২টার দিকে জেলা মহিলা দল দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি ঝাড়– মিছিল বের করে। মিছিলটি সদর পুলিশ ফাঁড়ি পার হয়ে সার্কিট হাউজ রোডে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এসময় মহিলা নেত্রীদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং মিছিলকারীদের সেখান থেকে হটিয়ে দেয়।
প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা প্রদান এবং ব্যানার কেড়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন শীর্ষ নিউজকে বলেন, মহিলা দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, এজন্য তাদের বাধা দেয়া হয়েছে।
এদিকে, ধর্ষকদের বিচারের দাবিতে আয়োচিত প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান। তিনি অভিযোগ করে বলেন, যখন গোটা দেশ ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার সেসময় প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা এবং ব্যানার কেড়ে নেয়ার ঘটনা একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৩:৩৫ অপরাহ্ণ