অনলাইন ডেস্ক
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত সাড় ৪টার দিকে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘এফবিআই পরিচালক জেমস কমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’
মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা শিগগিরই সন্ধান করা হবে বলেও জানানো হয়েছে।