২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৩

পূর্বাচলে আজও চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল উপশহরের আশপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজও সেখানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেণ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন।

গতকালের অভিযানে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের পাশে  অবৈধভাবে গড়ে ওটা বহুল আলোচিত ‘নীলা মার্কেট’ উচ্ছেদ করা হয়। এছাড়া সেখানে হাট-বাজার, দোকানপাটসহ ৩৫টি পাকা-আধাপাকা স্থাপনা ও ১৫০টি বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বালু নদীর পাড়ে ওই এলাকায় এর আগেও কয়েক দফা উচ্ছেদ প্রচেষ্টা চালানো হলেও প্রভাবশালীদের কারণে ব্যর্থ হয়। সোমবার, ৮ মে সকালে সেখানে ফের শুরু হয় রাজউকের অভিযান।

কার্যত বালু নদীর ওপারে রাজউকের পূর্বাচল প্রকল্প শুরুর পর থেকেই এর আশপাশ ও ঈছাপুরা এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নোটিশের তোয়াক্কা না করে একের পর এক পাকা দালানও তোলা হয়।

ওই সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে এবার তাই কোমর বেঁধেই মাঠে নামল রাজউক।

M/H

প্রকাশ :মে ৯, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ