২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৩

ডিএসইতে টানা ৪ কার্যদিবস পতন

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন টানা ৪ কার্যদিবসে গড়িয়েছে। মঙ্গলবারের (৯ মে) লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫১১ পয়েন্টে। যা সোমবার ৪ পয়েন্ট, রবিবার ৭ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট কমেছিল। এ হিসাবে ৪ কার্যদিবসে কমেছে ৩৩ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৭৭৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬৩২ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪১ কোটি ৫৫ লাখ টাকার বা ২২ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১১৪টি বা ৩৫.১৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৪টি বা ৫৩.৭০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১১.১১ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার। এ দিন কোম্পানির ৫১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার লীজিং, এক্সিম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল ফিড মিলস।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৩৫৮ পয়েন্টে। বাজারটিতে ৪১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪২টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টির।

আগেরদিন সিএসসিএক্স মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়েছিল। আর লেনদেন হয়েছিল ৩৩ কোটি ১৬ লাখ টাকার।

M/H

প্রকাশ :মে ৯, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ