২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০১

সিরাজগঞ্জের উল্লাপাড়া-সগুনা সড়কটি বেহাল অবস্থা

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া-সগুনা আঞ্চলিক সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৯ কিলোমিটারের এই পাকা সড়কটির কার্পেট ওঠে গেছে দু’বছর আগে। এখন মাঝে মাঝে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফলে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। রাস্তায় চলতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। এদিকে, দীর্ঘদিন যাবত সড়কটির মালিকানা নিয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফর ও পৌরসভার মধ্যে ধাক্কা-ধাক্কি চলছে। ফলে এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। স্থানীয়দের মত ও সরজমিনে দেখা যায়, আঞ্চলিক এ সড়কের ঘোষগাঁতী চারমাথা থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত এবং শাহজাহানপুর থেকে ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রদিনিয়তই বিভিন্ন দুর্ঘটনাসহ প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। উপজেলার ঘাটিনা গ্রামের অটোরিকশা চালক সানোয়ার হোসেন জানান, এক বছরে এই রাস্তায় চলতে গিয়ে তার গাড়ির অন্তত পাঁচবার নষ্ট হয়েছে। উল্লাপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, স্বাধীনতা ও পরবর্তী সময়ে রাস্তাটি এলজিইডির ছিল। ১৯৯৪ সালে উল্লাপাড়া পৌরসভা প্রতিষ্ঠার পর এটি পৌরসভার অন্তর্ভুক্ত হয়ে গেছে। বর্তমানে উল্লাপাড়ায় এলজিইডির তালিকাভুক্ত রাস্তা থেকে এটি বাদ পড়েছে। ফলে সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না বা নেবে না এলজিইডি কর্তৃপক্ষ। পৌরসভাকেই রাস্তাটির মেরামতের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম সড়কের দুরবস্থা ও পথচারীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, প্রকৃতপক্ষে রাস্তাটি পৌরসভার অন্তর্ভুক্ত হয়নি। এলজিইডি কর্তৃপক্ষ রাস্তাটি পৌরসভার কাছে হস্তান্তর করেনি। এটি পৌরসভার অন্তর্ভুক্ত হলে অনেক আগেই সংস্কারের উদ্যোগ নেয়া হত। উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, রাস্তাটি তাদের (এলজিইডি) নয়, এই মর্মে পৌরসভাকে লিখিতভাবে জানানো হলে পুরো রাস্তার সংস্কার কাজ একবারে সম্ভব না হলেও পর্যায়ক্রমে পৌরসভা এর সংস্কার কাজে হাত দেবে। এ ছাড়া এক বছর আগে এলজিইডির জেলা অফিস থেকে রাস্তাটি সংস্কারের লক্ষ্যে মাপা হলেও অজ্ঞাত কারণে তারা এর সংস্কার কাজে হাত দেয়নি বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ