২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০১

পদ্মায় ফেরি চলাচল ব্যাহত তীব্র স্রোতে

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে বিকল হয়ে গেছে ৪টি রো রো ফেরি। এ ছাড়া ৫টি ডাম্ব ফেরি স্রোতের কারণে চলাচল করতে না পারায় তা ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। বাংলঅদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে স্রোতের কারণে এ নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর পারাপারে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এ ছাড়া স্রোতের তীব্রতার কারণে ক্যামিলিয়া, কুসুমকলি, চামেলি, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ৪টি ফেরির ইঞ্জিন নষ্ট হওয়ায় তা ঘাট এলাকায় অলস পড়ে রয়েছে।এদিকে যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে ৫শ’র বেশি ছোট বড় যানবাহন। এতে সৃষ্টি হয়ে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা।মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ম্যানেজার মো. মোস্তফা কামাল জানান, দিনের বেলায় কয়েকটি ফেরি ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতে তাও চলাচল করতে পারছে না।এ ছাড়া ৪টি রো-রো ফেরি নষ্ট ও ৫টি ডাম্ব ফেরি স্রোতের কারণে ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়েছে। ফলে ১৭টি ফেরি মধ্যে এখন চলাচল করছে ৮টি ফেরি।তিনি জানান, স্রোতের কারণে সময় বেশি লাগায় ফেরিগুলোর ট্রিপের সংখ্যা কমে যায়। ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ