২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

থ্রিডি প্রিন্টারে তৈরি হলো মানুষের হৃৎপিন্ড

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক

এই প্রথম বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টারে মানুষের হৃৎপিন্ড তৈরি করলো। এটি পূর্ণআকৃতির মানুষের হৃৎপিন্ড। এই হৃৎপিন্ড নরম সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এর কার্যক্ষমতা অনেকটা মানুষের হৃৎপিন্ডের মতই।

বিজ্ঞানীরা জানিয়েছে, যেসব রোগী হৃৎপিন্ডের রোগে ভুগছেন তাদের জন্য এই কৃত্রিম হৃৎপিন্ড সহায়ক হবে। বিজ্ঞানীদের গবেষণা সফল হলে চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন হবে। বিশ্বের দুই কোটি ৬০ লাখ মানুষের হৃদরোগে ভুগছে। এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসায় কৃত্রিম হৃৎপিন্ড সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

থ্রিডি প্রিন্টারে উদ্ভাবিত হৃৎপিন্ড স্বয়ংক্রিয়ভাবে রক্ত সঞ্চালন করতে সক্ষম। এর ওজন মাত্র ৩৯০ গ্রাম। এই গবেষণা দলের প্রধান সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিচের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী নিকোলাস কোর্স বলেন, ‘আমাদের উদ্ভাবিত হৃৎপিন্ডটি সিলিকন মনোব্লক দিয়ে তৈরি। এতে আসল হৃৎপিন্ডের মত রক্ত সঞ্চালন করতে সক্ষম।’

কৃত্রিম হৃৎপিন্ডটি আসল হৃৎপিন্ডের মত ডান ও বাম প্রকোষ্ট রয়েছে। এই গবেষণাটি সম্প্রতি আর্টিফিশিয়াল অর্গান জার্নালে প্রকাশিত হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ