২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৯

রাজনৈতিক দল ও সুশীল প্রতিনিধিদের বৈঠক আব্দুর রবের বাসায়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় ডান ও বাম ঘরানার বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাসায় বৃহস্পতিবার রাতে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে নৈশভোজের নিমন্ত্রণ জানানো হয়।  দৃশ্যত ডিনারের নামে আয়োজিত এই মিলনমেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরের বেশ কিছু দলের অন্তত ১৫ জন মূল নেতা ও সংগঠন প্রধান অংশ নেন। সেখানে বিকল্প একটি রাজনৈতিক জোট করার বিষয়েই মূলত আলোচনা হয়। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে শুরু হয়ে রাত এগারোটার কিছু আগে বৈঠকটি শেষ হয়। বৈঠক সূত্র জানায়, আ স ম আব্দুর রবের বাসার ডিনারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণতান্ত্রিক বাম মোর্চার সাইফুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ ও জেএসডির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ৯:৪০ পূর্বাহ্ণ