ক্রীড়া ডেস্ক:
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝামেলায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগের বার সাক্ষাৎকার প্রক্রিয়া নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিল বিসিসিআই। ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এ নিয়ে কথার লড়াইয়ে মেতেছিলেন ওই সময়ে দল থেকে বিদায় নেওয়া টিম ডিরেক্টার রবি শাস্ত্রী। কোচ হওয়া নিয়েই ছিল এই লড়াই। সেই অবস্থা এবার যাতে না হয়, তাই নতুন কোচ নিয়োগে ভিন্ন উপায়ে যাচ্ছে এই বোর্ড।
ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলীকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে বিসিসিআই। হেড কোচ কীভাবে নিয়োগ দেওয়া যায় তা নিয়েই কাজ করবেন তারা।
এদিকে আজকেই কোচ হিসেবে আবেদন করার শেষ তারিখ ছিল। আর কালকেই কোচের নির্বাচনে নেমে পড়বেন শচীন, গাঙ্গুলীরা। সেখানে নিজেদের পছন্দের তালিকা বোর্ডের পরিচালক কমিটির কাছে পাঠাবেন।
এদিকে বলা হচ্ছে ১০ জনের মধ্য থেকে ৬ জনকেই বেছে নিবে এই কমিটি। যেখানে সবার চেয়ে এগিয়ে আছেন রবি শাস্ত্রী। আরও রয়েছেন বীরেন্দ্র শেবাগ, টম মুডি, ফিল সিমন্স, পাইবাস ও রাজপুত। প্রোটিয়া সাবেক তারকা ক্লুজনার শুরুতে তালিকায় থাকলেও এখন তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
মজার কথা হলো, রবি শাস্ত্রী এগিয়ে থাকলেও শুরুতে আবেদন করেননি তিনি। কিন্তু আবেদনের মেয়াদ বাড়াতে আর দেরি করেননি। অনিল কুম্বলে চলে যাওয়ার পর নতুন কোচ দায়িত্ব পাবেন দুই বছরের জন্য। দ্য টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক দেশজনতা/এমএম