২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৭

লোহাগাড়ায় ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন!

চট্রগ্রাম প্রতিনিধি:

লোহাগড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ও লোহাগাড়া থানার আশে পাশে মেইন রোড়ের প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে দুর্গন্ধময় ময়লার স্তুপ। সেখান থেকে আসা দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা ও কলেজের শিক্ষার্থীরা অতিষ্ঠ। সাধারণ পথচারী স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র ছাত্রীদের এ দুর্গন্ধ পেরিয়ে প্রতিদিন যেতে হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবেশ বিধ্বংসী এ মারাত্মক দুর্গন্ধের কারণে কোমলমতি ছাত্র ছাত্রীদের নিউমোনিয়া ও বয়োবৃদ্ধ লোকজনের মধ্যে শ্বাসকষ্ট জনিত রোগব্যাধি বৃদ্ধি পাওয়ার আশংকা দেখা দিয়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কলেজের সামনে, থানার পাশে, থানার পশ্চিম পার্শে মুরগির ফার্ম এর ময়লার দূর্গন্ধে যাতায়তে সমস্যা হয়ে পড়েছে। ময়লার ঐ স্তুপ কলেজের সামনে থেকে থানার দু’পাশে হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে মিশেছে। দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগের পাশাপাশি এলাকার পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলেও সচেতন মহল মনে করেছেন। উক্ত দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, দুর্গন্ধের কারনে কলেজ যাতায়াত যেমন দুস্কর তার চেয়ে কলেজ ক্লাস করাটা জটিল হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের দাবী অতিশিঘ্রই যেন কলেজের সামনে থেকে এই ময়লার স্তুপ অপসারণ করার পদক্ষেপ নেওয়া হয়। বৃষ্টির সময় দুর্গন্ধ বেড়ে যায়। দুর্গন্ধ বেড়ে যাওয়ার ফলে কলেজ যাতায়াত দুস্কর হয়ে দাড়ায় । অতি শীঘ্রই এই ময়লার স্তুপ স্থানান্তর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৫:১৯ অপরাহ্ণ