২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৪

ফরহাদ মজহারকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজ থাকা কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে উদ্ধারের পর ঢাকায় আনা হয়েছে। তাকে রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তাকে আদাবর থানায় আনা হয়।

বর্তমানে তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনূর রহমানের কক্ষে রাখা হয়েছে। আর কক্ষের বাইরে ফরহাদ মজহারের স্ত্রী, মেয়েসহ পরিবারের অন্য স্বজনরা অবস্থান করছেন।

এর আগে ফরহাদ মজহারকে যশোর জেলার নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাস থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে প্রথমে যশোরের অভয়নগর থানা এবং পরবর্তীতে খুলনার ফুলতলা থানায় নিয়ে যাওয়া হয়।

ঐ দিন সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, এরপর তাকে খুলনা থেকে ঢাকার আদাবরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আদাবর থানাতেই মি. মজহারকে অপহরণের অভিযোগ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিদল এরই মধ্যে খুলনায় রয়েছেন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৪, ২০১৭ ১০:০৮ পূর্বাহ্ণ