নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করেছে র্যাব। পুলিশ সদর দফতরের বিশেষ বাহিনীর সহায়তায় তাকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। সোমবার ভোরে রাত পাঁচটা পাঁচ মিনিটের দিকে ফরহাদ মজহার নিখোঁজ হন বলে তার পরিবার গণমাধ্যমে জানায়।
সোমবার রাত ১০টার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসায় ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী ফরিদা আখতার।
তার আগে পরিবারের পক্ষ থেকে সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় এসে একটি জিডি করেন। এতে উল্লেখ করা হয়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর চারটার দিকে পরিচিত এক লোকের ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি। তবে বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি একাই বাসা থেকে বের হয়ে গেছেন।
সোমবার মধ্যরাতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে খুলনা পুলিশ। সংবাদ সম্মেলনের পর ডিএমপির একজন কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ