অনলাইন ডেস্ক
শরীরে সুচ ফোটাতে বা ইনজেকশন দিতে ভয় পান? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইনজেকশন দেওয়ার সময় চিকিৎসক পরিচিত হলে ব্যথা কম লাগে। যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা করেছেন।
মিয়ামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এলিজাবেথ লোসিন বলেন, যখন কেউ কোনো কিছুতে ব্যথা কমার বিষয়ে বিশ্বাস করে, তখন মস্তিষ্ক প্রাকৃতিকভাবে রাসায়নিক নির্গত করার মাধ্যমে ব্যথা কমায়। লোসিন বলেন, ‘আমাদের দেখার তত্ত্ব অনুযায়ী, বিশ্বাসের সঙ্গে অনুভূতির বিষয়টি চিকিৎসকদের বেলাতেও খাটে।’
গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব পেইন’-এ। গবেষণায় দেখা গেছে, যাঁরা দৈনন্দিন ভিত্তিতে অধিক দুশ্চিন্তায় ভোগেন, তাঁরা পরিচিত চিকিৎসক বা চিকিৎসকের কাছাকাছি বোধ করলে ব্যথা কম পান। তথ্যসূত্র: পিটিআই।