দৈনিক দেশজনতা ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রাণচাঞ্চল্যতা হারিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টানা ১৫ দিনের ছুটিতে ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক মাহফুজুর রহমান সবুজ জানান, জুমাতুল বি’দা, শব-ই কদর, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৪ জুলাই পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে গত দুই দিন যাবৎ ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ঘরমুখো শিক্ষার্থীরা। এতে লেবুখালী ফেরীঘাট, দুমকি সিনেমা হল এলাকা, ও ইউনিভার্সিটি স্কয়ারসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে শিক্ষার্থীদের উপচে পরা ভীড় লক্ষ্য করা গেছে।
লেবুখালী ফেরিঘাটে খুলনার বাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থী ইমরান জানান, প্রচণ্ড ভীড়ে বাড়ি যাওয়া খুবই কষ্টকর। তবে পরিবারের সবার সাথে ঈদ করব ভেবেই কষ্টগুলো আনন্দে রূপ নিচ্ছে।
দৈনিক দেশজনতা/এন এইচ