আন্তর্জাতিক ডেস্ক:
১৬০০ এরও বেশি ইয়জিদি শিশুদেরকে হত্যা, আত্মহত্যা, শিরোচ্ছেদ করাসহ যুদ্ধের জন্য প্রশিক্ষিত করে তুলেছে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)। কুর্দি কর্মকর্তা সূত্রে ইরাকি নিউজ এ সংবাদ প্রকাশ করে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ইয়াজিদি অ্যাফেয়ার্স বিষয়ক অফিসের প্রধান খৈরি বোজানি শনিবার সাংবাদিকদের বলেন, কুর্দিস্তানে বিভিন্ন দেশের কনস্যুল অফিস ধারণা করছে যে, এ সব প্রশিক্ষিত শিশু যে কোন মূহুর্তে পৃথিবীর যে কোন দেশে ভয়ংকর আঘাত হানতে পারে। আইএস জঙ্গিরা এদের মাধ্যমে ইউরোপে, যুক্তরাষ্ট্রে এমনকি আরব রাষ্ট্রসহ যে কোন জায়গায় সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করবে। দুহকের ইয়াজিদি অ্যাফেয়ার্স বিষয়ক অফিসের পরিসংখ্যান মতে জানা যায়, এখন পর্যন্ত ৬,৪১৭ জন ইয়াজিদিকে মুক্তি দিয়েছে আইএস। শয়তানের পূজারী আখ্যা দিয়ে অনেক নির্যাতিত ইয়াজিদিকে মসুলে জিম্মি করে রেখেছে আইএস। ২০১৪ সালের হামলায় ৯,৯০০ ইরাকি ইয়াজিদিকে হত্যা করা হয়েছে বা অপহরণ করা হয়েছে। পাবলিক লাইব্রেরি অব সায়েন্স জার্নালের সূত্রে জানা যায়, গুলি করে, শিরোচ্ছেদ করে কিংবা জীবিত পুড়িয়ে প্রায় ৩,১০০ ইয়জিদিকে হত্যা করা হয়। ৬,৮০০ জনকে যৌনকর্মী হিসেবে ব্যবহার করতে বা তাদের হয়ে যুদ্ধ করতে বাধ্য করতে অপহরণ করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ